ওয়েব দুনিয়ায় পা রেখেই নিজের ‘জাত’ চিনিয়ে দিয়েছেন ‘ইন্ড্রাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তাঁর প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’তে তাঁর অভিনয় চোখে লেগে রয়েছে দর্শকদের। সেই রেশ মিটতে মিটতেই নতুন হিন্দি ওয়েবের সুখবর শোনালেন বুম্বা দা। নেটফ্লিক্সের এই সিরিজের নাম ‘স্কুপ’ (Scoop)। হনসল মেহতার তৈরি এবং পরিচালিত এই সিরিজ়ে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন তিনি।
Saadat Hasan Manto: 'কে বেশি ভালো গল্প লিখতে পারে, খোদা না মান্টো? বৃহস্পতিবার লেখকের ১১১-তম জন্মদিবস
সাংবাদিক জিগনা ভোরার আত্মজীবনী ‘বিহাইন্ড দ্য বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ় ইন প্রিজ়ন’ অবলম্বনে সিরিজের গল্প সাজাচ্ছেন হনসল। জুন মাসের প্রথম সপ্তাহে সিরিজ মুক্তি পাবে নেটফ্লিক্সে। একগাল দাড়ি, রিমলেস চশমায় অন্যরকম লুকে দেখা গিয়েছে অভিনেতাকে।