শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) প্রথম প্রযোজনা । রাজের প্রথম ওয়েব সিরিজ । 'আবার প্রলয়' ওয়েব সিরিজ স্ট্রিমিংয়ের আগেই কার্যত ঝড় তুলে দিয়েছে । অ্যাকশন, রহস্যে ভরপুর ট্রেলার দেখেছেন দর্শকরা । তবে, সবথেকে বেশি নজর কেড়েছে স্টার কাস্ট (Abar Proloy Star Cast) । একসঙ্গে অনেক অভিনেতাকে দেখা যাবে সিরিজে । তবে, খেয়াল করেছেন কি, সিরিজে কিন্তু, রাজনীতিকদের ছড়াছড়ি । অভিনয় করেছেন এক মন্ত্রীও ।
সিরিজের পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) । তিনি নিজে একজন বিধায়ক । এছাড়া রয়েছেন অভিনয় করছেন বিধায়ক জুন মালিয়া (June Malia), যুব নেত্রী সায়নী ঘোষ (Sayoone Ghosh)। অন্যদিকে, পুলিশের ভূমিকায় দেখা গিয়েছে এক মন্ত্রীকেও । তিনি হলেন সেচ মন্ত্রী তথা নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmick) । তাঁর আরও একটি বড় পরিচয় হল, তিনি একজন নাট্যকর্মী ।
রাজের সিরিজে একজন অসৎ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন । ট্রেলারেই তাঁর ঝলক মিলেছে ।
এদিকে, ট্রেলারে পার্থ ভৌমিকের এক সংলাপ ও অঙ্গভঙ্গিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে । এমনকী বিধায়ক, মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব হিসেবে পার্থ ভৌমিকের যে ভাবমূর্তি তাতেও এই সংলাপ ও অঙ্গভঙ্গি ধাক্কা দিয়েছে বলে উপলব্ধি সংস্কৃতিপ্রেমী মানুষের ।
সূত্রের খবর, রাজ নিজেই পার্থ ভৌমিককে তাঁর সিরিজে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন রাজ্যের মন্ত্রী । তারপর অভিনয়ে রাজি হন ।
উল্লেখ্য, রাজনৈতিক ব্যক্তিদের সিনেমায় বা সিরিজে অভিনয় করা নতুন কিছু নয় । তাছাড়া, জুন মালিয়া, কিংবা সায়নী হোক, তাঁদের পরিচিতি কিন্তু অভিনয়েই । অনেক পরে তাঁরা রাজনীতিতে আসেন ।
এছাড়াও সিরিজে অভিনয় করেছেন একঝাঁক তারকা । দেখা যাবে, দেবাশিস মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তীদের ।
সুন্দরবনের নারী পাচার চক্র নিয়েই তৈরি হয়েছে ওয়েব সিরিজের গল্প । আগামী ১১ই অগস্ট জি ফাইভে স্ট্রিমিং শুরু হবে ‘আবার প্রলয়’-এর।