'হইচই'-এর জন্মদিন। থিম বাঙালিয়ানা। সাবেকি সাজে টলি অভিনেত্রীদের ভিড় জমেছিল শহরের এক বিলাসবহুল হোটেলে। এই পার্টিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায় থেকে জয়া আহসান, মধুরিমা বসাক, ঊষসী রায়, ইশা সাহা সকলকেই দেখা গিয়েছিল।
তবে, পার্টির এই চেনা ভিড়ের মাঝে দেখা মেলেনি এসভিএফের এককালের জনপ্রিয় মুখ মধুমিতা সরকারকের (Madhumita Sircar)। আর তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।
টলিপাড়ায় গুঞ্জন প্রযোজনা সংস্থার সঙ্গে নাকি সম্পর্ক ভেঙেছে অভিনেত্রী মধুমিতা সরকারের। কিছু দিন আগে পর্যন্ত চুক্তি থাকলেও এখন আর সেই চুক্তি নেই।
আরও পড়ুন - হইচই-এ দেবচন্দ্রিমার সিরিজ, সে শরৎচন্দ্রের 'চারুলতা'
সম্প্রতি অন্য সংস্থার সঙ্গে কাজও করছেন মধুমিতা। তবে, এই জল্পনা নিয়ে কখনই মুখ খোলেননি অভিনেত্রী। তবে, 'হইচই'-এর জন্মদিনের অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি ফের একবার উসকে দিল এই জল্পনা।