উৎসবের মরশুম। বড়দিন, বর্ষবরণ, লম্বা উইকএন্ড, সব মিলিয়ে অফুরান সময়। অতিমারীতে ঘরের বাইরে উদযাপনের চেয়ে অনেকবেশি নিরাপদ ঘরের ভেতরটা। তাই বিনোদনের নতুন ঠিকানা এখন ott প্ল্যাটফর্ম। সে কথা মাথায় রেখেই বড়দিনের ঠিক আগে হইচই(Hoichoi) দর্শকদের কাছে আবারও নিয়ে এল আলাপ-শ্রুতির জুটি। সঙ্গে নতুন রহস্য 'রুদ্রবীণার অভিশাপ'(Rudrabinar Obhishap )।
আগে তানসেনের তানপুরার দুই সিজনেই রহস্য উন্মোচন করে দারুণ এক বাংলা ওয়েবসিরিজ(Web series) উপহার দিয়েছিল হইচই। নতুন সিরিজ নিয়েও প্রত্যাশা রয়েছেই। আলাপ-শ্রুতি জুটি মানেই, সিরিজে নানা ঘরানার সংগীতের প্রাচুর্য। এবারেও সে রসে বঞ্চিত হবেন না দর্শকরা।
আরও পড়ুন, Shahrukh Khan: 'টাইগার থ্রি' সিনেমায় ক্যামিও রোলে অভিনয় করবেন শাহরুখ !
বিক্রম এবং রূপসা চট্টোপাধ্যায় ছাড়াও এই সিরিজে রয়েছেন শ্রীলেখা মিত্র, দেবশঙ্কর হালদার, মল্লিকা মজুমদার, সুজন মুখোপাধ্যায়, সৌরভ দাস, দিতিপ্রিয়া রায়রা। সব মিলিয়ে একেবারে তারার হাট।