৩ দিন আগেই যশরাজ ফিল্মস (Yashraj Films) শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিয়ে তাদের পরবর্তী ছবি 'পাঠান'-এর (Pathaan) মুক্তির তারিখ (Release date) সরকারিভাবে ঘোষণা করেছে। ছবিটির ঘোষণার পর থেকে দুনিয়ার সমস্ত প্রান্তের শাহরুখ (Shah Rukh Khan jetted off to Spain) ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কিং খান ৪ বছর বাদে ফের বড় পর্দায় ফিরছেন বলে কথা!
চলতি সপ্তাহের গোড়ায় ছবির ঘোষণার পরেই শনিবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা গেল শাহরুখকে। 'পাঠান'-এর (Pathaan) একমাসব্যাপী লম্বা শেডিউলের শুট করতে তিনি যাচ্ছেন স্পেনে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রাট, ডিজিসিএ-র কাছে রিপোর্ট তলব নবান্নের
ক্যাজুয়াল পোশাক পরা শাহরুখ খানের (Shah Rukh Khan) সিআইএসএফ কর্মীদের সঙ্গে ব্যবহার ফের জিতে নিল নেটিজেনদের হৃদয়!
বিমানবন্দরে ঢোকার সময় কিং খান (Shah Rukh Khan in Mumbai Airport) হাত জোড় করে অভিনন্দন জানাচ্ছেন ওই কর্মীদের। এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে ছবির অন্য দুই প্রধান চরিত্রের অভিনয় করা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহামকেও (John Abraham) দেখা গেল বিমানবন্দরে।
'পাঠান'-এর (Pathaan schedule in Spain) স্পেন এর এই বিশেষ শেডিউলটি কোভিডের কারণে ও শাহরুখের ব্যক্তিগত জীবনের সমস্যার জন্য একাধিকবার পিছিয়েছিল। এতদিনে টিম 'পাঠান' স্পেনে যাচ্ছে দেখে ভক্তদের গলাতেও স্বস্তির সুর।
আদিত্য চোপড়া প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' বড়পর্দায় মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।