পানভেলের রাস্তায় প্রকাশ্যেই অটো চালালেন সলমন খান। পরনে হাফপ্যান্ট। আর ভাইজানের এমন কীর্তিই এখন নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারেই ঘরোয়া পোশাকে অটো নিয়ে বেড়িয়েছেন সলমন (Salman Khan)। পানভেলের ফার্ম হাউজে ছুটি কাটাতে এসেছিলেন ৫৬ তম জন্মদিন উদযাপনে । জন্মদিনের ঠিক আগে সাপের কামড় খেয়ে ভাইজানকে ছুটতে হয়েছিল হাসপাতালে। এখন দিব্যি ফিট সুপারস্টার।
শুটিং শুরু করলেন শাহরুখ খান, 'পাঠান'-এর সেটে বাদশার ছবি ভাইরাল
পরনে নীল টি-শার্ট, হাফপ্যান্ট। মাথায় টুপি। পানভেলের রাস্তায় প্রকাশ্যেই অটোরিকশা চালাচ্ছেন। ফার্মহাউজ থেকে ৩৫ কিলোমিটার দূরে এদিন ভাইজান অটো চালিয়ে যান সল্লু মিয়াঁ। তারকাসুলভ সব আচরণ আপাতত শিকেয় তোলা।