টাইমলেস বিউটি বললেই বলিউড বোঝে তাঁকেই। অভিনেত্রী ওয়াহিদা রহমান। লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হল ওয়াহিদা রহমানকে। পুরস্কার নিতে মঞ্চে উঠে আবেগাপ্লুত হয়ে পড়লেন ওয়াহিদা৷
ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে ওয়াহিদাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করল কেন্দ্রীয় সরকার।
ওয়াহিদা তাঁর এই সম্মান উৎসর্গ করেছেন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। পরিচালক থেকে মেক আপ আর্টিস্ট, হেয়ারস্টাইলিস্ট, কস্টিউম ডিজাইনার, গীতিকার, সঙ্গীত পরিচালক-সহ ফিল্মমেকিং-এর সবকটি বিভাগের সঙ্গে যুক্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অর্জন।
নিউজ এইট্টিন জানিয়েছে, ওয়াহিদা বলেছেন, "আমি অত্যন্ত সম্মানিত। এর সবটুকু কৃতিত্ব আমার প্রিয় ইন্ডাস্ট্রির।" অভিনেত্রীর কথায়, "আমি অসীম সৌভাগ্যবান যে, দুর্দান্ত একঝাঁক প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ান, সংলাপ রচয়িতা, সঙ্গীত পরিচালক, সুরকারের সম্পূর্ণ সমর্থন পেয়েছি। সকলে আমার পাশে দাঁড়িয়েছেন৷ তাঁরা আমাকে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়েছেন৷"
ওয়াহিদা আরও বলেছেন, "মেক আপ আর্টিস্ট, হেয়ারস্টাইলিস্ট, কস্টিউম ডিজাইনারদের কথাও ভুলে গেলে চলবে না৷ সেই কারণেই আমি এই অ্যাওয়ার্ড আমার প্রিয় ইন্ডাস্ট্রির প্রতিটি ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলকে উৎসর্গ করছি। একা কেউ একটা সিনেমা তৈরি করতে পারে না। আমাদের প্রত্যেকের একে অন্যকে দরকার।"