গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলাকে অনেক ছবি উপহার দিয়েছেন। বিশ্ববন্দিত এই অভিনেতা বাংলা থেকে একটু দূরেই থাকেন। জানা গিয়েছে , মাইল্ড হার্ট অ্যাটাকের শিকার অভিনেতা। রয়েছে হার্ট ব্লকেজের সমস্যাও। মুসৌরিতে নিজের বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তাঁকে অনতিদূরে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
ভিক্টর কাজ করেছেন দেশের এবং বিদেশের বহু ছবিতে। প্রভাত রায়ের সঙ্গে জুটি বেঁধে বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া ছবির নাম লাঠি। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) হাত ধরে বড়পর্দায় যাত্রা শুরু করলেও ফিল্মি কেরিয়ারে রোমান পোল্যান্সকি, জেমস আইভরি, ডেভিড লিন, জেরি লন্ডন, রোনাল্ড নেমির মতো একাধিক আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন পরিচালকের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি আবার, মৃণাল সেন, শ্যাম বেনেগালের ছবিতেও অভিনয় করেছেন।
তবে ভিক্টর সবচেয়ে বেশি খ্যাতি পান ডেভিড লিন পরিচালিত ‘A Passage to India’ ছবিতে অভিনয় করে। সত্যজিতের ঘরে বাইরে সিনেমার জন্য সেরা সহ অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।