সম্প্রতি সলমনের বিগবস-১৭ এর ঘরে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী ভিকির দাম্পত্য জীবনে ‘অশান্তি’র আঁচ পাওয়া যায়। একে অপরকে নিয়ে কাদা ছোঁড়াছুড়ি , ঝগড়া সবই সর্বসমক্ষে করেছেন এই জুটি। সাম্প্রতিক একটি পর্বে দেখা যায়, অঙ্কিতাকে মারতে উদ্যত হয়েছিলেন ভিকি। তারপর থেকেই কার্যত অঙ্কিতা কেমন আছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কিন্তু এবার জামাইয়ের ক্যারেক্টার সার্টিফিকেট দিলেন অঙ্কিতার মা বন্দনা লোখান্ডে। তাঁর কথায়, তিনি মেয়ে জামাইয়ের সঙ্গে থেকেছেন। যা রটছে তা একেবারেই ভুল কথা। ভিকি এমন ছেলেই না, বলে জানান অঙ্কিতার মা। অথচ, একটি পর্বে অঙ্কিতাকে ও বলতে শোনা যায় যে, শো শেষের পর আর ভিকির সঙ্গে এক বাড়িতে ফিরতেই চান না অভিনেত্রী।