হ্যাঁ ভুল জানতেন এতদিন! ভিকি (Vicky) ক্যাটের (Katrina Kaif) বিয়ে হয়ইনি এতদিন। তবে যে ডিসেম্বরে ধুমধাম করে চার হাত এক হল রাজস্থানে? হ্যাঁ, আচার অনুষ্ঠান সব হয়েছিল, কিন্তু খাতায় কলমে, মানে আইনি বিয়েটা এতদিন বাকি ছিল। ১৯ মার্চ রেজিস্ট্রি হল বলিউডের পাওয়ার কাপলের।
পিঙ্কভিলার রিপোর্ট এই খবর প্রকাশ করেছে। বর কনে, দু'জনের পরিবারের উপস্থিতিতে এক রেস্তোরাঁয় সব সই সাবুদ হয়েছে। ইতিমধ্যে অবশ্য মিয়াঁ বিবি হিসেবে অনেক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে ভিকি ক্যাটকে। ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্বা মেহতার জন্মদিনের পার্টিতে চোখ ফেরানো যাচ্ছিল না দুজনের ওপরের থেকে।
প্রকাশ্যে সোনম কাপুর-আনন্দ আহুজা, হবু মায়ের বেবি বাম্প স্পষ্ট
সলমন খান ইমরান হাসমি অভিনীত টাইগার ৩ ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ভিকি কৌশলকে দেখা যাবে মেঘনা গুলজারের স্যাম বাহাদুর ছবিতে।