সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (Satyajit Roy Lifetime Achievement Award) পাচ্ছেন হলিউড অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস (Micheal Doughlas) । শুক্রবার ঘোষণা করলেন কেন্দ্রের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মন্ত্রী অনুরাগ ঠাকুর । ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র (IFFI) উৎসবে তাঁকে এই পুরষ্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে । ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব ।
এদিন অনুরাগ ঠাকুর টুইটারে লেখেন, "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবারের সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক মাইকেল ডগলাস। আগামী ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে এই পুরস্কার দেওয়া হবে। আমাদের দেশের প্রতি তার গভীর ভালোবাসা সকলেরই জানা । আমরা তাঁকে, তাঁর স্ত্রী ক্যাথরিন জেটা জোনস এবং তাঁদের ছেলেকে চলচ্চিত্র উৎসবে স্বাগত জানাতে উন্মুখ ।"
আরও পড়ুন, IND vs PAK-Tiger 3: ভারত-পাক মহারণ, ম্যাচে উপস্থিত থাকবেন 'টাইগার' সলমন
মাইকেলকে শেষবার দেখা গিয়েছিল পেইটন রিডের মার্ভেল সিনেমা "অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া"-তে । তাঁকে আগামীতে রবার্তো স্নেইডারের 'ব্লাড নট'-এ অভিনয় করতে দেখা যাবে ।