অসুস্থ বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব। সিওপিডি নিয়ে গত এক মাস ধরে অভিনেতা ভর্তি বাঙ্গুর হাসপাতালে। তাঁর ফুসফুস আক্রান্ত। আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। অভিনেতার বয়স ৬৮ বছর।
ইন্ডাস্ট্রিতে নেই নেই করে তিনি ৪০ বছর কাটিয়ে ফেলেছেন। ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা, ওয়েব থেকে থিয়েটার- তিনি দাপিয়ে কাজ করেছেন।
যদিও আগের চেয়ে ভাল আছেন তিনি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। পরিবারের লোক জানিয়েছে, ধীরে ধীরে সকলকে চিনতে পারছেন অভিনেতা। এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছু দিন ভর্তি ছিলেন পার্থসারথি।