প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র । বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন । মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ৮৬ বছরে বিদায় 'বাঞ্ছারাম'-এর । বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে অভিভাবকহারা বাংলা নাট্য ও সিনেজগৎ । শোকপ্রকাশ করেছেন বিশিষ্টজনেরা ।
দীর্ঘদিন ধরে বয়সজনিত সমস্যায় ভুগেছেন মনোজ মিত্র । বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল । পুজোর আগে তাঁর মৃত্যুর ভুয়ো খবর পর্যন্ত ছড়ায় । তাই, মঙ্গলবার সকালে যখন খবরটা ছড়িয়ে পড়ল, তখন অনেকেই ভেবেছিলেন আবারও নিশ্চই একটা ভুয়ো খবর, অনেকেই তাই বিশ্বাস করতে পারেননি । কিন্তু, এবার বাঞ্চারামের বাগান-কে শূন্য করে দিয়ে তারাদের দেশে পাড়ি দিলেন মনোজ মিত্র ।
জানা গিয়েছে, বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মনোজ মিত্র । হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । তারপর মঙ্গলবার সকালে প্রয়াত হন বিশিষ্ট নাট্যকার । এদিন, সকালে নাট্যকারের প্রয়াণের খবর জানান তাঁর ভাই তথা সাহিত্যিক অমর মিত্র ।
উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মনোজ মিত্রকে । সেইসময় পেসমেকার বসেছিল তাঁর । ৬ মাসের মধ্যেই ফের হাসপাতালে ভর্তি হতে হয় । তারপর থেকেই তাঁর অসুস্থতা নিয়ে বারবার ভুয়ো খবর ছড়িয়েছে বিভিন্ন সময় । এমনকী, মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে ।
১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে জন্ম মনোজ মিত্রের । ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক হন তিনি । তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর । গবেষণাও করেন । আর চলচ্চিত্র জগতে কেরিয়ার শুরু থিয়েটার থেকে । একাধারে মঞ্চ, ছোট এবং বড় পর্দায় অভিনয় করেছেন । চলচ্চিত্র জগতে তপন সিনহা, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, তরুণ মজুমদারের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন । তাঁর অভিনীত বাঞ্ছারামের বাগান, আদর্শ হিন্দু হোটেল-এ তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের । শুধু নাটক কিংবা সিনেমা নয়, সিরিয়াল, শর্ট ফিল্মেও কাজ করেছেন অভিনেতা ।