ফের বলিউড পাচ্ছে একজন নতুন স্টারকিড, বাবা হতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan) । অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির দ্বিতীয় সন্তান আসন্ন এখবরে যখন সরগরম বলিউড, তখনই সুখবর দিলেন বরুণ নাতাশা।
Rashmika Mandana: মাঝ আকাশে বিমানে গোলযোগ, মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রশ্মিকা !
সাদা কালো একটি ফ্রেমে, নাতাশার বেবিবাম্পে চুম্বন করছেন বরুণ। পিছন দিয়ে উঁকি দিচ্ছেন তাঁদের প্রিয় পোষ্য। রবিবার স্ত্রী নাতাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করে হবু বাবা বরুণ লিখেছেন, ‘আমরা অন্তঃসত্ত্বা, আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা কাম্য’