ভাল নাম হয় ভাল ভাল, গোছানো, পরিপাটি। আর ডাক নাম? সে বড় আটপৌরে, অগোছালো, কখনও আবার দস্যি। মোট কথা যে নাম সকলকে বলার নয়, সকলের জন্য নয়, সে নামই ডাক নাম। এখন তারকাদের তো গোটা জীবনটাই খোলা খাতার মতো। ভক্তরা রোজ ইচ্ছে মতো পাতা ওল্টান। তা প্রিয় তারকার ডাকনামটা জানতে ইচ্ছে করে না অপনার?
টলিপাড়ার দস্যি মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়। বিতর্কের কেন্দ্রে থাকেন। ঠোঁটকাটা স্বভাব। এ হেন স্বস্তিকার ডাক নাম ভেবলি! বিশ্বাস হয়?
ওদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেশ দুষ্টু মিষ্টি নায়িকা। ছোট থেকেই নিশ্চয়ই মিচকে ছিলেন, তাই ডাক নাম গিন্টু।
জেন ওয়াইয়ের হার্টথ্রব পরমব্রতর ডাক নাম বাবান। শাশ্বতকে সকলেই চেনেন অপু নামে। আর স্বয়ং ইন্ডাস্ট্রি যিনি, তিনি তো প্রসেনজিতের চেয়েও বেশি জনপ্রিয়তা পেয়েছেন বুম্বা দা নামেই। দেবশ্রী রায়রা দুই বোন শৈশবে অনেক বেশি পরিচিতি পেয়েছিলেন রুমকি ঝুমকি নামে।
আর টালিগঞ্জে লাল নীল তো ভীষণ জনপ্রিয়। সুজনকে দর্শক নীল হিসেবেই বেশি চেনেন। দাদা সুমন মুখোপাধ্যায়ের লাল নামটা অবশ্য কাছের মানুষদের মধ্যেই সীমিত।
বঙ্গ বিনোদন জগতে এদের সকলেরই বেশ নাম ডাক। তা, সে ডাক নামেই হোক, আর পোশাকি নামে।