Nayak-Satyajit Ray:
"মন থেকে লিখবেন?
মনে, রেখে দেব"।
৫৯ বছরে বাংলা ছবিতে কতো সংলাপ এল। কিন্তু এই সংলাপের ব্যাঞ্জনা কমল না। কিম্বা
I will go to the top, the top, the top!
উত্তম কুমারের মুখে, তর্কাতিত ভাবেই বাংলা ছবির সবচেয়ে আইকনিক সংলাপ। উত্তমভক্ত, বা সত্যজিৎপ্রেমীদের কাছে পাঠ্যবই-এর মতো। সেই নায়ক, আবার বড়পর্দায়। ২১ ফেব্রুয়ারি সারা ভারতে আবারও মুক্তি পাচ্ছে ‘নায়ক’। কলকাতায় ছবিটি দেখা যাবে প্রিয়া প্রেক্ষাগৃহে। এই ছবির নিবেদক সৃজিত।
ইংরেজি সাবটাইটেল সহ সারা ভারতে আবারও মুক্তি পাচ্ছে 'নায়ক'-এর রেস্টোর্ড ২ কে ভার্শন।
ছ'দশক আগে মুক্তি পাওয়া 'নায়ক'-এর চার্ম এতটুকু কমেনি চলচ্চিত্রপ্রেমীদের কাছে। বাংলা ছবির সিরিয়াস দর্শক, অথচ 'নায়ক' দেখেননি, এমন দর্শক কম-ই আছেন। একবার নয়, বাংলা সিনেমামোদীদের অধিকাংশই 'নায়ক' দেখেছেন একধিকবার।
কিন্তু ছ' দশক আগে 'স্টার'-এর ধারণা যেমনটা ছিল, ২০২৫-এ নিশ্চয়ই সেরকমটা নেই। কারণ, ২০২৫-এর অরিন্দম মুখার্জিদের সোশ্যাল মিডিয়ায় প্রাসঙ্গিক থাকতে হয়, সপ্তাহে অন্তত চারটে ইভেন্টে যেতে হয়। হোয়াটস আপ স্টোরি আপঅলোড করতে হয় ঘনঘন। স্টারডমের সংজ্ঞা পাল্টেছে। তাই ছবির গল্পের সঙ্গে দর্শক কতোটা রিলেট করতে পারবেন? সে উত্তর অবশ্য দেবে সময়।