টলি ইন্ডাস্ট্রিতে নায়কের কমতি নেই । তবে, মহানায়ক তো একজনই । উত্তম কুমার । ক্যালেন্ডারের পাতায় ২৪ জুলাই আসলেই মন খারাপ হয় আপামোর বাঙালির । এই দিনেই যে অভিভাবকহারা হয়েছিল বাংলা সিনে জগৎ । উত্তম স্মরণে এডিটরজি বাংলার আজকের প্রতিবেদন উত্তমের নায়িকারা ।
উত্তম কুমারের নায়িকা বলতেই একজনের নামই উঠে আসে বরাবর । তিনি সুচিত্রা সেন । উত্তম-সুচিত্রা বাংলা ছবির চিরকালীন জুটি । বাংলা সিনেমায় রোমান্টিসিজমের ধারাটাই পাল্টে দেন উত্তম-সুচিত্রা । এই জুটিই তো ভালবাসতে শিখিয়েছে বাঙালিকে । সাড়ে চুয়াত্তর থেকে শুরু । তারপর একে একে 'অগ্নিপরীক্ষা', 'সপ্তপদী', 'হারানো সুর', 'পথে হল দেরি'-সহ ৩০টিরও বেশি হিট সিনেমা উপহার দিয়েছেন উত্তম-সুচিত্রা । সাদা-কালো ফ্রেমে তাঁদের সেই রোম্যান্টিক দৃশ্য আজও হৃদয় প্রেমের ঢেউ তোলে ।
সুচিত্রা সেন ছাড়াও সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গেও একাধিক হিট ছবি উপহার দিয়েছেন উত্তম কুমার । মহানায়কের নায়িকা বলতেই এই তিন অভিনেত্রীকেই নিয়েই আলোচনা হয়েছে সিনে দুনিয়ায় । তবে, জানেন কি, বাংলা ও হিন্দি মিলিয়ে উত্তম কুমারের নায়িকার সংখ্যা কিন্তু ৪০-এর বেশি । উত্তমের সঙ্গে জুটি বেঁধে বাংলা সিনেমাকে হিট ছবি উপহার দিয়েছেন অঞ্জনা ভৌমিক, শর্মিলা ঠাকুর থেকে অপর্ণা সেনরা । আজ সেরকমই কয়েকজন নায়িকার কথা বলব, যাঁরা উত্তমের সঙ্গে জুটি বেঁধেছিলেন, কিন্তু, উত্তম-সুচিত্রা, উত্তম-সুপ্রিয়ার জনপ্রিয়তাকেও টেক্কা দিতে পেরেছেন ।
উত্তম-মাধবী
বাংলা সিনেজগতের অন্যতম সেরা অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় । উত্তমের সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন । বিশেষ করে'ছদ্মবেশী'-র কথা কেউ ভুলতে পারে ? এছাড়াও তাঁদের সেরা ছবির মধ্যে রয়েছে 'শঙ্খবেলা', 'অগ্নীশ্বর', 'বিরাজ বৌ', 'থানা থেকে আসছি'।
উত্তম-অরুন্ধতী দেবী
বাংলা সিনেমার আরও এক স্মরণীয় জুটি । ১৯৬১ সালে উত্তম-অরুন্ধতী দেবী 'ঝিন্দের বন্দী' মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে । এই জুটির আরও কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল, বিচারক, পুষ্পধনু, জতুগৃহ ।
উত্তম-অঞ্জনা ভৌমিক
উত্তম-সুচিত্রা, উত্তম-সুপ্রিয়া জুটির ভিড়ে একটা আলাদাই জায়গা করে নিয়েছিল উত্তম-অঞ্জনা ভৌমিক । মহানায়কের নায়িকা হিসাবে দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে 'চৌরঙ্গী', 'নায়িকা সংবাদ', 'কখনও মেঘ', 'রৌদ্র ছায়া', 'রাজদ্রোহী'-র মতো সিনেমা
উত্তম-অপর্ণা
উত্তম-অপর্ণার জুটিতে কালজয়ী সিনেমা মেমসাহেব । বেশ কিছু সেরা রোম্যান্টিক ছবি উপহার দিয়েছে এই জুটি । তাঁদের অভিনীত কয়েকটি সেরা সিনেমা হল 'এখানে পিঞ্জর', 'সোনার খাঁচা', 'অপরিচিত', 'আলোর ঠিকানা','নিধিরাম সর্দার' ।
উত্তম-শর্মিলা
নায়ক সিনেমা দিয়ে যাত্রা শুরু হয়েছিল উত্তম-শর্মিলা জুটি । পরবর্তী সময়ে এই জুটির সেরা সিনেমার তালিকায় রয়েছে অমানুষ, আনন্দ আশ্রম, শেষ অঙ্ক, কলঙ্কিনী কঙ্কাবতী ।
উত্তম-তনুজা
মাত্র তিনটি ছবিতে জুটি বেঁধেছিলেন উত্তম-তনুজা । সেগুলি হল 'দেয়া নেয়া', 'রাজকুমারী', 'অ্যান্টনি-ফিরিঙ্গি' । তিনটি ছবিই হিট ।
উত্তম মৌসুমী
মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে শেষ সিনেমা ছিল উত্তম কুমারের । 'ওগো বধূ সুন্দরী' সিনেমার শেষ দৃশ্যে অভিনয় করার সময়ই হার্ট অ্যাটাক হয় উত্তম কুমারের ।