কিংবদন্তি সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের প্রয়াতে শোকস্তব্ধ কলকাতা। আজ, বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল থেকে নাকতলার বাসভবনে নিয়ে যাওয়া হয় উস্তাদ রাশিদ খানের মরদেহ। সারারাত সেখানেই শায়িত ছিলেন তিনি।
বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে উচ্চাঙ্গসংগীতের এই কিংবদন্তির মরদেহ৷ সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন অনুরাগীরা।
ইসলামি রীতি মেনে শেষযাত্রার জন্য তৈরি করা হবে তাঁকে। দুপুর ১টায় প্রয়াত কিংবদন্তিকে গান স্যালুট দেওয়া হবে। এরপর টলিগঞ্জ মাজারে সমাধিস্থ করা হবে উস্তাদ রাশিদ খানকে।
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন সঙ্গীতশিল্পী। এরপর নভেম্বরে আচমকাই ব্রেন স্ট্রোকের শিকার হন শিল্পী। গত ২২শে নভেম্বর থেকে ভর্তি ছিলেন পিয়ারলেস হাসপাতালে। মঙ্গলবার দুপুর ৩.৪৫ মিনিটে থামল লড়াই।