ঋষভ পন্থের জন্য ফের প্রার্থনা অভিনেত্রী উর্বশীর (Urvashi Rautela)। জানালেন, ঋষভ দেশের সম্পদ। তিনি সব সময় চান, ঋষভ (Rishabh Pant) দ্রুত মাঠে ফিরুন।
শুক্রবার মুম্বই এয়ারপোর্টে পাপারাৎজ্জিদের মুখোমুখি হন উর্বশী। পরনে ছিল লাল লেগিনস, লাল টপ ও ব্রালেট। সেই সময় তাঁকে জিজ্ঞাসা করা হয়, ঋষভ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এই প্রসঙ্গেই অভিনেত্রী জানান, তাঁর শুভকামনা সব সময় ঋষভের সঙ্গে রয়েছে।
আরও পড়ুন- পেশায় অভিনেত্রী, ইন্সটায় লাখো ফলোয়ার্স, কে এই স্বপ্না গিল?
গত ৩০ ডিসেম্বর ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আহত হন ঋষভ পন্থ। পন্থের জন্য প্রার্থনা করেছে গোটা দেশ। গত ১৬ জানুয়ারি, সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন পন্থ।
দুটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "এক ধাপ ভাল হয়ে ওঠার দিকে এগিয়ে যাওয়া। এক ধাপ শক্তিশালী হয়ে ওঠা। এক ধাপ ভাল হয়ে ওঠা।"