দুর্ঘটনার কবলে 'কসৌটি জিন্দেগি কি' খ্যাত অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া (Urvashi Dholakia accident) । শুটিংয়ে যাওয়ার পথে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি স্কুলবাস । মুম্বইয়ের মিরা রোডের কাছে দুর্ঘটনাটি ঘটে । তবে, অভিনেত্রী আপাতত সুস্থ আছেন বলেই খবর ।
জানা গিয়েছে, শনিবার রাতে ঊর্বশী যখন শুটিংয়ে যাচ্ছিলেন, তখন তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি স্কুল বাস । ওই বাসে কয়েকজন বাচ্চাও ছিল বলে খবর । তবে তাদের কোনও ক্ষতি হয়নি । মুম্বই টেলি অভিনেত্রীও ভাল আছেন । তবে , এখনও পর্যন্ত স্কুল বাস চালকের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি অভিনেত্রী ।
আরও পড়ুন, Aindrila Sharma Birthday: চোখে ঘুম নেই মায়ের, সব্যসাচীর ধুম জ্বর, আজ ঐন্দ্রিলা শর্মার জন্মদিন
‘কসৌটি জ়িন্দেগি কি’ মেগা সিরিয়ালে খলনায়িকা কমোলিকার চরিত্রে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন ঊর্বশী । আরও অনেক ধারাবাহিকে কাজ করলেও আজও তাঁকে দর্শকরা ওই চরিত্রেই বেশি মনে রেখেছে । বিগবস-এও অংশগ্রহণ করেছিলেন । এই মুহূর্তে ধারাবাহিকে সেভাবে দেখা যাচ্ছে না তাঁকে । তবে ওয়েব সিরিজ-এর কাজে ব্যস্ত রয়েছেন ঊর্বশী ।