বাঙালিরা এক কথায় সিরিয়ালপ্রেমী (Serial)। সন্ধ্যে হলেই রকমারি ধারাবাহিক দেখা অভ্যেসের মতো হয়ে দাঁড়িয়েছে বাংলার ঘরে ঘরে। দর্শকদের চাহিদা মেটাতে নিত্যনতুন সিরিয়াল ও আসে মাসে মাসেই। মাত্র সাড়ে ১০ মাস আগে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল ‘উড়ন তুবড়ি’ (Uran Tubri)। শোনা যাচ্ছে, এবার নাকি মেয়াদ ফুরোচ্ছে এই ধারাবাহিকের।
চপ ভেজে অভাবের সংসার চালায় তিন বোন ও তাঁদের মা। এই গল্প নিয়েই শুরু হয়েছিল ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিক। তিন বোনের ভূমিকায় অভিনয় করেছেন সুকন্যা বসু, সোহিনী বন্দ্যোপাধ্যায় এবং সৌমি চট্টোপাধ্যায়, তাদের মায়ের ভূমিকায় অভিনেত্রী লাবণী সরকার। ধারাবাহিক সবে অন্যদিকে মোড় নিতে না নিতেই বেজে গেল বিদায় ঘণ্টা।
আরও পড়ুন: হাতে খুন্তি, মাংস রান্না করছে ছোট্ট আদিদেব ! ভিডিও শেয়ার সুদীপার
ধারাবাহিকের নায়িকা তুবড়ি ওরফে সোহিনী বন্দ্যোপাধ্যায় জানান তিনিও ধারাবাহিক বন্ধের কথা শুনেছেন, তবে শেষ শ্যুটিং কবে তা তার জানা নেই। এদিকে এই মরসুমে আরও একঝাঁক নতুন ধারাবাহিক জায়গা করে নিচ্ছে প্রাইম স্লটেই। আসলে সব ধারাবাহিকই টিকে থাকে TRP- এর উপর। কে ড্রয়িংরুমে রাজ করবে আর কে সময়ের আগেই বিদায় নেবে তাও ঠিক করে দেয় TRP-ই, হয়ত 'উড়ন তবুড়ি'ই তার আরও একটা প্রমাণ।