ফ্যাশন দুনিয়ায় চর্চিত নাম উরফি জাভেদ । ফ্যাশনের বিষয়ে বরাবরই তিনি স্বতন্ত্র, অভিনব । কখনও কাঁচ দিয়ে তৈরি পোশাক, কখনও আবার ব্লেড কিংবা ছবি দিয়ে তৈরি জামা পরে নজর কেড়েছেন । আবার কখনও গায়ে জড়িয়েছেন কেবল মাত্র কয়েকটি সুতো । তাঁর সাজ-পোশাককে উদ্ভট বলে অনেকে হাসহাসি করলেও, সেদিকে অবশ্য কান দিতে নারাজ উরফি । ছক ভাঙা ফ্যাশনের জন্যই লাইমলাইটে থাকেন । তবে, সম্প্রতি উরফি-র কাণ্ডে হতবাক গোটা দুনিয়া । এবার নিজের পোশাকেই আগুন ধরিয়ে দিলেন তিনি । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও । যা দেখলে আপনি শিউরে উঠবেন ।
উরফি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন । সেখানেই দেখা গেল, মঞ্চে সকলের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে উরফি । হঠাৎ তার পোশাকে আগুন লাগে । দাউ দাউ করে জ্বলছে আগুন । আর নির্বিকার মুখে দাঁড়িয়ে উরফি । কিছুক্ষণের মধ্যেই অবশ্য আগুন নিভে যায় । তবে, এটা করতে গিয়ে চোখের পাতা ও আইব্রো সামান্য পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন উরফি ।
আসলে ফলো কর লো ইয়ার নামক একটি শো শুরু হয়েছে । শোয়ের ট্রেলার লঞ্চ ইভেন্টেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি । শোয়ের নাম প্রকাশ্যে আনতেই এমন দুঃসাহসিক কাজ করেছেন উরফি । যদিও উরফি জানিয়েছেন, এই স্টান্ট কন্ট্রোলড পরিবেশে করা হয়েছে। প্রফেশনাল ব্যক্তিরা ছিলেন । বাড়িতে যেন এটা কেউ না করে । উল্লেখ্য, ২৩ অগস্ট থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাচ্ছে ফলো কর লো ইয়ার শোটি ।