জনসমক্ষে তাঁর উপস্থিতি মানেই এক তুমুল চমক! নানা ধরনের চোখধাঁধানো পোশাকে ক্যামেরার সামনে উপস্থিত হয়ে বছরখানেক ধরেই সোশ্যাল মিডিয়ার অন্যতম আকর্ষণ উরফি জাভেদ। নজর কেড়েছিলেন বিগ বস ওটিটিতেও। এবার, বড়পর্দায়ও আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাঁর। জানা গিয়েছে, 'লাভ সেক্স অউর ধোকা ২' ছবি দিয়েই বড় পর্দায় আবির্ভাব হবে উরফির। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন দিবাকর ব্যানার্জি। ছবির প্রযোজক একতা কাপুর ও শোভা কাপুর।
দীর্ঘ দিন ধরেই হিন্দি ছবিতে অভিনয় করতে চাইছিলেন উরফি। অবশেষে সেই সুযোগ এল তাঁর কাছে। আগামী এপ্রিল মাসে মুক্তি পাচ্ছে ‘লাভ সেক্স অউর ধোকা’ ছবিটির সিক্যুয়েল। এর আগে জানা গিয়েছিল, ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন তুষার কপূর ও মৌনী রায়। এ বার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার।
উল্লেখ্য, এর আগে 'ইয়ে রিশতা কেয়া কেহেলতা হ্যায়', 'কসৌটি জিন্দেগি কি' ইত্যাদি সিরিয়ালে কিছু চরিত্রে অভিনয় করেছিলেন উরফি। এছাড়াও, অল্ট বালাজিতে একটি সিরিজেও ওঁকে দেখা গিয়েছিল। যদিও, অভিনয়ের থেকেও সবচেয়ে বেশি চর্চিত তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার ছবি ও ভিডিয়োর মাধ্যমেই।