কিস-কা কিস্সা । সত্যিই কিস্সাই বটে । ৬৯ বছরের উদিত নারায়ণ প্রকাশ্য মঞ্চে এক তরুণী ফ্যানের ঠোঁটে গভীর চুম্বন করছেন ! সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই এখন শুধুই উদিতের চুমু খাওয়ার ভিডিুও । ডিপফেকের যুগে অনেকেই ভিডিওটা বিশ্বাস করতে পারেননি । কিন্তু,পরে বিষয়টি স্পষ্ট হতেই বিতর্ক তৈরি হয় । সোশ্যাল মিডিয়ায় উদিত-কে নিয়ে মিম-এর ছড়াছড়ি । গায়ক কিন্তু নির্বিকার । তাঁর কথায়, এমন ঘটনা তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে । আর এই ঘটনাও নতুন কিছু নয় । সত্যিই যে নতুন নয়, তার প্রমাণ পুরনো কয়েকটি ভিডিও । যা এখন নতুন করে ভাইরাল হচ্ছে । সেই ভিডিওগুলি দেখার আগে মহিলা ফ্যানের সঙ্গে কী করেছেন উদিত নারায়ণ, চলুন একবার দেখে নিই
ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে 'টিপ টিপ বরসা পানি' গাইছেন উদিত নারায়ণ । কনসার্ট চলাকালীন এক মহিলা সেলফি তোলার আবদার নিয়ে মঞ্চের সামনে আসেন । ফ্যাশনের আবদার রেখেই সেলফি তোলেন উদিত নারায়ণ । কিন্তু হঠাৎ, ওই অনুরাগী গায়কের গালে চুম্বন করেন । সঙ্গে সঙ্গে উদিত নারায়ণও ওই মহিলাকে চুম্বন করেন, গালে নয়, ঠোঁটে । শুধু ওই মহিলা নয়, সেলফি তুলতে আসা প্রায় সব মহিলার গালেই চুম্বন করতে দেখা যায় উদিত নারায়ণকে ।
সংবাদমাধ্যমকে উদিত বলছেন,কয়েক মাস আগের ঘটনা । এটা কেন এখন ভাইরাল হয়েছে, তা জানা নেই । তবে, যা হয়েছে ভাল হয়েছে । বরং জনপ্রিয়তা বেড়েছে । আগেও এধরনের ঘটনা ঘটেছে । সবটাই জনপ্রিয়তার কারণে করতে হয়েছে । অনুরাগীদের আবদার রাখার জন্য করতে হয়েছে ।
এতো গেল, কনসার্টের ভিডিও । এছাড়া আরও দু'টো ভিডিও ভাইরাল হয়েছে । সেখানে দেখা যাচ্ছে, রিয়্যালিটি শো-এর মঞ্চে অলকা ইয়াগনিক ও শ্রেয়া ঘোষালকে চুম্বন করছেন উদিত । অনুমতি না নিয়েই । দুই গায়িকাকেই অপ্রস্তুত অবস্থায় দেখা গিয়েছে ।
উদিত নারায়ণের চুমু-কাণ্ডে নিন্দার ঝড় বইছে সর্বত্র । মিম তৈরি হয়েছে । অনেকে বলছেন, উদিত হাসমি আবার কেউ লিখেছেন, কিস ডে পালন করে নিলেন উদিত । আবার কেউ লিখলেন, উদিত নারায়ণ যে এমন করবেন, বিশ্বাস করা যায় না ।
মমতা শঙ্করও গোটা ঘটনায় নিন্দা করেছেন । আনন্দবাজারকে তিনি জানিয়েছেন, মাথাখারাপ হয়ে গেল নাকি! হাসব না কাঁদব, বুঝতে পারছি না । বেডরুম আর রাস্তাঘাট এক হয়ে গেল । এসব কী হচ্ছে ! অন্যদিকে অভিজিৎ ভটাচার্য লিখেছেন, 'উদিত তো খেলোয়াড় ।'