রজনীকান্তের জামাই, এই পরিচয় কার্যত মুছে যেতে চলেছে ধনুশের নামের পাশ থেকে। হাজার চেষ্টা করেও সম্পর্ক জোড়া লাগল না ঐশ্বর্য রজনীকান্ত এবং ধনুশের। ২ বছর আগে, বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ধনুশ ও ঐশ্বর্য রজনীকান্ত। দুজনে সিদ্ধান্ত নিয়েছিলেন, খাতায় কলমে তাঁরা স্বামী-স্ত্রী হলেও এক ছাদের তলায় তাঁরা থাকবেন না।
Maidan Release: শুধুই রুদ্র নন, অজয়ের ময়দানে আরও দুই বাঙালি 'খেলোয়াড়'
কিছুদিন আলাদা থেকেও মোম গলল না। এবার সই-সাবুদ করে বিচ্ছেদের পথে হাঁটছেন জুটিতে। ১৩ বি ধারায় মিউচুয়াল ডিভোর্সের আবেদন করেছেন তাঁরা। শিগগিরই চেন্নাইয়ের আদালতে তাঁদের বিচ্ছেদ মামলার শুনানি হবে। তবে শোনা যাচ্ছে, রজনী নাকি এই সিদ্ধান্তে বিশেষ খুশি নন। মেয়ে জামাইয়ের সংসার বহুবার জোড়া লাগানোর চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন।