প্রয়াত কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যুতে দু'দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। সর্বত্র অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
না ফেরার দেশে চলে গিয়েছেন কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। শোকস্তব্ধ গোটা দেশ। রবিবার ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করেন তিনি। সুর সম্রাজ্ঞীর বিদায়ে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুরো ভারতে দুই দিনের শোক দিবস ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: Lata Mangeshkar : প্রয়াত লতা মঙ্গেশকর, বয়স হয়েছিল ৯২ বছর
সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, লতা মঙ্গেশকরের স্মরণে ভারতে দু'দিনের জাতীয় শোক পালন করা হবে। এই সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
প্রয়াত কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একাধিক টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবিহ্বল সর্বস্তরের গুণীজনেরা।