জি বাংলায় 'মিঠাই'-এর পর আরও এক ধারাবাহিক বন্ধ হতে চলেছে । টলিপাড়ায় গুঞ্জন, শীঘ্রই শেষ হতে পারে শুভ্র-জুঁইয়ের 'সোহাগ জল'। ধারাবাহিক শুরুর প্রথম থেকে টিআরপি তালিকায় সেভাবে দাগ কাটতে পারেনি শুভ্র-জুঁই । মাঝে টিআরপি সামান্য বাড়লেও, ফের তলানিতে টিআরপি । তাই মাত্র ৬-৭ মাসেই বন্ধ হতে পারে এই মেগা । যদিও চ্যানেল কর্তৃপক্ষ কিংবা কলাকুশলীদের তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ।
খবর প্রকাশ্যে আসতেই শ্বেতা ভট্টাচার্যের ভক্তদের মন খারাপ । জানা গিয়েছে,জুনেই শেষ হতে পারে ধারাবাহিকের শুটিং । তবে, কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি । এদিকে, ১১ জুন শেষ হয়ে যাচ্ছে 'মিঠাই' । তার জায়গায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'ফুলকি' । তবে, তা সন্ধে ৬টাতেই দেখা যাবে নাকি অন্য সময়ে, সেই বিষয়ে এখনও চ্যানেল কর্তৃপক্ষ কিছু জানায়নি ।
'সোহাগ জল' ছাড়াও আরেক ধারাবাহিক ‘মুকুট’-কে নিয়েও অনিশ্চয়তা রয়েছে । কারণ টিআরপিতে একেবারে তলানিতে ধারাবাহিক । প্রথম থেকেই ধুঁকছে 'মুকুট' । ধারাবাহিক শেষ হওয়ার পাশাপাশি নতুন একগুচ্ছ ধারাবাহিকও আসতে চলেছে জি বাংলায় ।