নায়িকা স্বাধীনচেতা । কিন্তু, নায়ক বড় দাম্ভিক । নিজেকেই সেরা বলে মনে করে সে । দুই বিপরীত মেরুর মানুষের মন দেওয়ার গল্প বলবে জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক 'মন দিতে চাই' (Tele Serial Mon Dite Chai)। মুখ্য চরিত্রে ঋত্বিক মুখোপাধ্যায় (Ritwick Mukherjee) । কিছুদিন আগেই তাঁর 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিক শেষ হয়েছে । তাঁর নতুন ধারাবাহিক (New Tele Serial Promo) নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছিল । অবশেষে মঙ্গলবার, তাঁর নতুন ধারাবাহিকের প্রোমো সামনে এল । এই ধারাবাহিকে অরুণিমা হালদারের সঙ্গে জুটি বাঁধছেন ঋত্বিক ।
প্রোমোতে দেখা গেল, মধ্যবিত্ত পরিবারের মেয়ে অরুণিমা । পরিবারের সবার খেয়াল রাখে সে । স্বাধীনচেতা অরুণিমার কাঁধে রয়েছে পরিবারের দায়িত্ব । অন্যায় মেনে নিতে পারে না । অন্যদিকে, ঋত্বিকের চরিত্র ততটাই দাম্ভিক । ৩০০ কোটির ব্যানার্জী টেক্সটাইলের মালিক সোমরাজ মনে করে, তাঁর সাফল্যের পিছনে কোনও নারীর হাত নেই । এই সোমরাজের থেকেই বড় অর্ডার পেয়েছে অরুণিমা । কিন্তু অহংকারী সোমরাজের কথা সে মেনে নিতে পারেনি । তাই সেই বড় অর্ডারও ফিরিয়ে দিতে পিছপা হয়নি নায়িকা । কীভাবে দু'জনের মনের মিল হবে, তা দেখার জন্য অপেক্ষায় দর্শকরা । ধারাবাহিক দেখা যাবে ২ জানুয়ারি রাত সাড়ে ১০টা থেকে ।
আরও পড়ুন, Amrita Chatterjee-Paoli Dam: Kiff-এর মঞ্চে প্রতিযোগিতায় শামিল অমৃতা-পাওলির বাংলা ছবি
উল্লেখ্য, এতদিন সাড়ে ১০টায় দেখা যেত 'উড়ন তুবড়ি'। এবার সেই জায়গা নিচ্ছে নতুন ধারাবাহিক । মাঝ ডিসেম্বর থেকে জি বাংলার টাইম স্লটে বড়সড় পরিবর্তন আসছে । বহু পুরনো ধারাবাহিক শেষ হচ্ছে , আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক । ইতিমধ্যে 'নিম ফুলের মধু', 'সোহাগ জল', 'তোমার খোলা হওয়া' ধারাবাহিকের টেলিকাস্ট শুরু হয়ে গিয়েছে । এখন, 'রাঙা বউ'ও 'মন দিতে চাই'-এর জন্য অপেক্ষায় দর্শকরা ।