দীর্ঘ ৯ মাসের জার্নি, অবশেষে এই রবিবার ছিল ‘ডান্স বাংলা ডান্স’ সিজন ১২ এর গ্র্যাণ্ড ফিনালে। চার বিচারক- শ্রাবন্তী, শুভশ্রী, পূজা এবং মৌনি বিজয়ীদের বেছে নেন। ছোট এবং বড়দের মধ্যে আলাদা ভাবে নির্বাচন করা হয় বিজয়ীদের।
প্রতি সিজনেই একাধিক প্রতিভার জন্ম দেয় ‘ডান্স বাংলা ডান্স’, বাংলা সিরিয়ালে আজও অনেকে চুটিয়ে কাজ করছেন এই মঞ্চ থেকেই। ছোটদের মধ্যে থেকে তিন জন স্নেহাশ্রিতা, রাজন্যা এবং সুমনকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়, এবং বর্ডার মধ্যে এককভাবে জয়ী হন দিশা।
তবে অনুষ্ঠানের শেষে গুরু দায়িত্ব পড়ে বিচারকদের উপর. বেছে নিতে বলা হয় চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়নকে। যৌথভাবে স্নেহাশ্রিতা এবং রাজন্যাকে জয়ী হিসাবে ঘোষণা করা হয়। এছাড়াও একাধিক নগদ পুরস্কার , ট্রফি উপহার পেয়েছেন বিজয়ীরা।