ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) | এই মুহূর্তে ‘কথা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে| সুস্মিতার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন অনির্বাণ রায়| তাঁদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তার আঁচ পাওয়া যেত | ভ্যালেন্টাইন্স ডে-তে এনগেজমেন্ট রিং দেখিয়েছিলেন জুটিতে, কিনেছিলেন নতুন ফ্ল্যাটও | কিন্তু হঠাৎ-ই সম্পর্কে চিড় |
Puber Moyna Serial: ওপার বাংলার আশ্রিতা মেয়ে ময়নাই বাঁচাবে লগ্নভ্রষ্টা বরের সম্মান, আসছে 'পুবের ময়না'
সম্প্রতি, অনির্বাণ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'সুস্মিতা দে প্রসঙ্গে কোনও পোস্ট বা প্রশ্ন আমাকে করবেন না। ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়েছি।' তবে অভিনেত্রীর দিক থেকে এখনও কোনও ইঙ্গিত মেলেনি| সুস্মিতা আগেই জানিয়েছিলেন, তাঁদের এনগেজমেন্ট সারা হয়ে গিয়েছে| বিয়ে আরেকটু সময় নিয়ে করবেন, কিন্তু তার আগেই অনির্বাণের এই পোস্টে ছন্দপতনের ইঙ্গিত |