বৃহস্পতিবার মানেই ধারাবাহিকের (Tele Serial TRP) সাপ্তাহিক রিপোর্ট কার্ডের দিন । কোন সিরিয়াল দর্শকদের মন জয় করে নিয়েছে, কাদের কপাল পুড়ল, তা জানার দিন আজই । চলতি সপ্তাহেও প্রথম অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) । এসপ্তাহে টিআরপির নম্বর উল্লেখযোগ্যভাবে বেড়েছে । দীপাদের প্রাপ্ত নম্বর ৮.৬ । তবে, এ সপ্তাহে টিআরপি তালিকায় সবকিছু ওলট-পালট করে দিয়েছে 'ফুলকি' (Fulki) । ধারাবাহিক শুরু হতে না হতেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে অভিষেক বসুর মেগা । ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে গৌরী এল । এসপ্তাহেও তৃতীয় ও চতুর্থ স্থান ধরে রেখেছে জগদ্ধাত্রী ও নিম ফুলের মধু । তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬.৯ ও ৬.৫ ।
পঞ্চম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম । প্রাপ্ত নম্বর ৬.৩ । এদিকে, আরও এক নতুন ধারাবাহিক টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে । স্টার জলসার সন্ধ্যাতারা এ সপ্তাহে নবম স্থানে রয়েছে । অন্যদিকে, নম্বর কমল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর । অষ্টম থেকে দশমে নেমে এল এই মেগা।
আরও পড়ুন, Anirban-Isha-Ritwick: এবার লন্ডনে রহস্য সন্ধানে 'একেন', সঙ্গে ইশা-ঋত্ত্বিক
ষষ্ঠ থেকে দশম যে ধারাবাহিক গুলি-
ষষ্ঠ- রাঙা বউ, হর গৌরী পাইস হোটেল
সপ্তম- পঞ্চমী
অষ্টম- এক্কা দোক্কা
নবম- মেয়েবেলা, সন্ধ্যাতারা
দশম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ