সদ্য জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’, ধারাবাহিকে মানালি দে, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়- টলিপাড়ার এই তিন তাবড় অভিনেত্রী অভিনয় করছেন। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে শিমুলের বিয়ে। কিন্তু শিমুলের ফুলশয্যার রাতে ছেলে বৌমার ঘরে বুকে যন্ত্রণার নাম করে ঢুকে পড়ে পরাগের মা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল। বেজায় মসকরা ট্রোলিং-ও চলছে।
শেষমেশ ছেলে বৌমার ফুলশয্যার খাটে শুয়েও পড়েন মা। ছেলের বুকে মাথা রেখে ঘুমান তিনি, শিমুল ঘুমায় সোফায়। নারীকেন্দ্রিক ধারাবাহিকে ফুটে উঠছে ৫ নারীর গল্প । কেউ লিখেছেন, “এই নোংরামি বন্ধ হওয়া দরকার।” কেউবা বলছেন 'ইডিপাস' নাকি !
আরও পড়ুন: Pankhuri Awasthy: জমজ সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী পঙ্খুরি, শুভেচ্ছার ঢল সোশ্যাল মিডিয়ায়