এইমুহূর্তে সারা বিশ্বকে এক সূত্রে জুড়ে দিয়েছে বার্বি। গত ২১ জুলাই মুক্তি পাওয়ার পর থেকেই এই গোলাপি পৃথিবী হাতছানি দিয়েছে টলিউড থেকে বলিউড তারকাদের। এর আগে বার্বি লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকাররা। ২৭ জুলাই ছিল অভিনেত্রী তন্বী লাহা রায়ের জন্মদিন, আর এই বিশেষ দিনটাকে বার্বি থিমে সাজিয়েছিলেন অভিনেত্রী। বার্বি লেখা বাক্সে ঢুকে ফটোশ্যুট করেছেন তোর্সা। হাতে কেক নিয়ে দাঁড়িয়ে একেরপর এক পোজ ও দিয়েছেন।
Subhashree Ganguly: রাজের সংস্থার ছাতায় নয়, এবার নিজের প্রযোজনা সংস্থা খুলছেন শুভশ্রী
উল্লেখ্য, মিঠাই ধারাবাহিক বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছে তন্বীকে। ‘টেস’ এর অভিনয় বারংবার প্রশংসিত হয়েছে। মিঠাই শেষ হওয়ার পর থেকে এই মুহূর্তে তিনি রয়েছেন বিরতিতে। পরিবারের সঙ্গে কাটাচ্ছেন সময়।