অনেকদিন ধরেই দর্শকরা মন থেকে প্রস্তুত ছিলেন। তাঁরা জানতেন ‘মিঠাই’-এর বিদায় ঘণ্টা বেজেই গিয়েছে। এবার একেবারে ইতি। ৩১ মে শেষ শ্যুটিং হয়ে গেল মিঠাইয়ের। ৩১ মে সত্যি সত্যিই ঝাঁপ বন্ধ হয়ে গেল ‘মনোহরা’র। সোশ্যাল মিডিয়ায় উচ্ছেবাবু এবং মিঠাই ওরফে সৌমিতৃষা ও আদৃত জানিয়ে দিয়েছিলেন ৩১ তারিখেই তাঁরা মিঠাইয়ের জন্য শেষ শ্যুট করবেন। তোর্সা ওরফে অভিনেত্রী তন্বীও শেষ দিনের শ্যুটিং এর ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, তিনি মিস করবেন তোর্সাকে।
The Kerala Story-OTT: বক্সঅফিসে তুফানের পর এবার ওটিটি-তে কেরালা স্টোরি, কবে কোন প্ল্যাটফর্মে মুক্তি?
যদিও মিঠাই এপ্রিল মাসেই শেষ হচ্ছে এই সিদ্ধান্ত ফাইনাল ছিল। মিঠাই-এর প্রতিটা পোস্টের নিচেই দর্শকদের আর্জি ছিল ধারাবাহিক যেন শেষ না হয়। পরে ভক্তদের অনুরোধেই সেট ভাঙা পড়ার পরেও নতুনভাবে শুরু করেছিলেন নির্মাতারা। কিন্তু এবার সত্যি সত্যিই পর্দা পড়ছে মিঠাইয়ের।