ফেসবুক লাইভে এসে হেনস্থার অভিযোগ তুললেন 'ইচ্ছেপুতুল' ধারাবাহিকের সৌরনীল ওরফে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে পরপর কয়েকটি ফেসবুক লাইভ করে অভিনেতা অভিযোগ জানান এয়ারপোর্টে থানার বিরুদ্ধে। তাঁর অভিযোগ, তাঁকে এবং তাঁর স্ত্রীকে হেনস্থা করা হয়েছে৷ মৈনাক জানান, তাঁর স্ত্রীকে এয়ারপোর্টে থেকে নিতে গিয়েছিলেন তিনি। বড় লাগেজ নিয়ে বেরতে যান তাঁর স্ত্রী, এমন অবস্থায় তাঁকে বাধা দেন এক পুলিশকর্মী, তিনি মিসবিহেভ করেন বলেও অভিযোগ মৈনাকের৷ এরপর মৈনাকের সঙ্গেও বিবাদে জড়ান ওই অফিসার।
অভিনেতা আরও একটি ভিডিয়োতে জানান 'আমার গাড়িটিকে ওঁরা আটকে রেখেছেন। বলছেন থানায় নিয়ে যাবেন। এফআইআর করবেন আমাদের নামে। অন্য কোনও গাড়ি আটকাচ্ছেন না ওঁরা কেবল আমাদের সঙ্গেই এমনটা করছেন।' উল্লেখ্য, এই মুহূর্তে টলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা তিনি। একাধিক ধারাবাহিক ছবিতে করেছেন কাজ।