গত সপ্তাহের টিআরপি এসেছিল অনেকটাই দেরিতে । তবে, চলতি সপ্তাহে সিরিয়ালের রেজাল্ট এল নির্দিষ্ট সময়ে । বৃহস্পতিবারের টিআরপি রিপোর্টে আইপিএল-এর প্রভাব স্পষ্ট । কারণ, IPL-এর জন্য অনেকটাই নম্বর কমেছে ধারাবাহিকগুলির । বদলে গিয়েছে টপারও । এবার কে হল ফার্স্ট গার্ল ?
গত দুই সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়েছে 'ফুলকি' । তবে, এবার মুকুট উঠল পর্ণার মাথায় । প্রাপ্ত নম্বর ৭.৮ । দুই নম্বরে নেমে গিয়েছে ফুলকি । গত সপ্তাহের মতোই তিন নম্বরে জগদ্ধাত্রী । একসময় বেঙ্গল টপার ছিল জ্যাস । কিন্তু, গত কয়েক সপ্তাহ ধরে কিছুটা ব্যাকফুটে জগদ্ধাত্রী । দ্বিতীয় ও তৃতীয় স্থানে ধারাবাহিকগুলির প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭.৬ ও ৭.৩ ।
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে গীতা LLB ও কোন গোপনে মন ভেসেছে । অন্যদিকে, নতুন নায়কের এন্ট্রি হতেই প্রথম দশে জায়গা করে নিয়েছে ধারাবাহিক মিঠিঝোরা । এবারও জি বাংলার থেকে অনেকটাই পিছিয়ে স্টার জলসা ।
ষষ্ঠ- কথা (৬.৩)
সপ্তম- অনুরাগের ছোঁয়া ও কার কাছে কই মনের কথা (৫.৫)
অষ্টম- বধূয়া (৫.১)
নবম- জল থই থই ভালোবাসা ও আলোর কোলে (৫)
দশম- মিঠিঝোড়া (৪.৭)