চলতি সপ্তাহের টিআরপি তালিকা এল নির্দিষ্ট দিনেই । তবে, এ সপ্তাহে টিআরপি চার্টে বড় রদবদল হয়েছে । প্রথমবার স্লটহারা জগদ্ধাত্রী । প্রথম তিন থেকেও ছিটকে গেল জ্যাস সান্যাল । এবার টিআরপি তালিকায় বাজিমাত করেছে স্টার জলসা । তবে, টপার হয়েছে জি বাংলারই দুই ধারাবাহিক । ৬.৬ নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম নিম ফুলের মধু ও ফুলকি । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক যথাক্রমে গীতা এলএলবি ও কথা । চার নম্বরে নেমে গিয়েছে জগদ্ধাত্রী ।
জগদ্ধাত্রীর প্রেগন্যান্সি, স্বয়ম্ভুর পরিচয় ট্র্যাক... ধারাবাহিকে জুড়ছে একের পর এক কাহিনি । কিন্তু, তাতেও টিআরপির নম্বর বাড়েনি । উল্টে কমেছে । ৬ নম্বর নিয়ে চারে রয়েছে এই ধারাবাহিক । পাঁচে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ।
ষষ্ঠ থেকে দশম যে ধারাবাহিকগুলি
ষষ্ঠ- বঁধুয়া (৫.১)
সপ্তম- জল থই থই ভালোবাসা/ অনুরাগের ছোঁয়া (৪.৬)
অষ্টম- আলোর কোলে (৪.৫)
নবম- রোশনাই (৪.৪)
দশম- তুমি আশেপাশে থাকলে (৪.২)