'সোহাগ জল'ধারাবাহিকে (Tele Serial Sohaag Jol) নতুন রূপে জুঁই । স্বামী শুভ্রকে বাঁচাতে দাদা জয়শঙ্করকে খুঁজে বের করা এখন তার লক্ষ্য । তাই এবার কোমর বেঁধে মাঠে নামছে জুঁই । নতুন প্রোমো (Sohaag Jol promo) বলছে, এবার জয়শঙ্কর নিজেই নাকি তাদের ফাঁদে পড়বে । আর সাহায্য করবেন স্বয়ং মা সরস্বতী !
সম্প্রতি, ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে জুঁই-কে বলতে শোনা যায়, এবার তারা জয়শঙ্করকে ধাওয়া করবেন । শিকার নিজে তাদের কাছে আসবে । মা সরস্বতী স্বয়ং রক্ষা করবেন । এরপরেই মা সরস্বতী রূপে দেখা যায় জুঁইকে । তাহলে সরস্বতী ঠাকুরের বেশে কি জুঁই-ই তার দাদাকে হাতেনাতে ধরার ব্যবস্থা করবে ? সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা ।
জি বাংলায় ধারাবাহিকটি কয়েকদিন আগেই শুরু হয়েছে । কিন্তু কোনওভাবেই তা টিআরপি রেটিংয়ে প্রভাব ফেলতে পারেনি । সেইসঙ্গে ট্রোলের মুখোমুখি হতে হচ্ছে এই সিরিয়ালকে । এভাবে চলতে থাকলে হানি বাফনা ও শ্বেতা ভট্টাচার্য অভিনীত ধারাবাহিকটিতে যে কোনও সময় আবার কোপ পড়তে পারে ।