Tele Serial Mukut : শান্তি নাকি অস্ত্র ? সমাজের ব্যধি দূর করতে কোন পথে 'মুকুট' ? লিড রোলে শ্রাবণী

Updated : Mar 23, 2023 07:30
|
Editorji News Desk

মা দুর্গার দশ হাতে থাকে অস্ত্র, কিন্তু, 'মকুট'-এর কথায় মা তো ভালবাসারও রূপ । তাইতো তাঁর মায়ের হাতে অস্ত্র নয়, শান্তির ফুল । কিন্তু, সবসময় কি শান্তি দিয়ে খারাপকে জয় করা যায় ? নারীশক্তির সেই গল্প বলতেই জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'মুকুট' (Tele Serial Mukut ) । মুকুটের চরিত্রে রয়েছেন শ্রাবণী ভুঁইয়া, এছাড়াও দেখা যাবে নবাগত অর্ঘ্য মিত্র, শ্রীপর্ণা ও আনন্দকে । ২৭ মার্চ থেকে রাত সাড়ে ৯টায় দেখা যাবে নতুন ধারাবাহিকটি (Tele Serial Mukut ) ।

সোমবার ইএম বাইপাসের এক পাঁচতারা হোটেলে হয়ে গেল ধারাবাহিকের সাংবাদিক সম্মেলন । সেখানে উপস্থিত ছিলেন জি বাংলার চিফ ক্লাস্টার অফিসার (ইস্ট) সম্রাট ঘোষ এবং জি বাংলার (Zee Bangla) বিজনেস হেড নবনীতা চক্রবর্তী-সহ ধারাবাহিকের কলাকুশলীরা । ধারাবাহিকটি এমন একটি নারীর গল্প বলবে, যে দৃঢ় নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে বাংলার প্রাণকেন্দ্রে বেড়ে উঠেছেন । খুব নরম, ভালবাসায় মোড়া একটি মেয়ে মুকুট । ভালবাসার মন্ত্রেই সমাজের নানা বাধা সমাধান করার ক্ষমতা রয়েছে তাঁর । তবে সেরকম পরিস্থিতি এলে, এই 'মুকুট'-ই হাতে তুলে নিতে পারে অস্ত্র । নারী পাচারের অন্ধকার দিকটি এখানে তুলে ধরা হবে । নবনীতা চক্রবর্তী জানিয়েছেন, সহানুভূতি, বোঝাপড়া, সমবেদনা এবং সম্মান, ভালবাসা আসলে সম্পর্ককে লালন করে এবং সমাজে শান্তি বজায় রাখে । কিন্তু,সেখানে হিংসা ধ্বংস করে এবং দুঃখকষ্টের কারণ হয় । এটাই তাঁদের ধারাবাহিকের মূল সারমর্ম ।

আরও পড়ুন, Anamika-Uday Pratap singh: 'হোলি ফাক'র নায়িকা অনামিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে মিঠাইয়ের 'রাতুল'!
 

ধারাবাহিকে, মুকুটের বাবা একজন শিল্পী, দুর্গা প্রতিমা তৈরি করেন । বাবার ভূমিকায় অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায় । ছোট থেকেই বাবাকে প্রতিমা বানাতেই দেখে এসেছে মুকুট । কিন্তু, তাঁর মনে একটাই প্রশ্ন, মা তো ভালবাসার মূর্তি । কেন তাঁর হাতে অস্ত্র থাকবে ? মুকুট মনে করে , একজন মা অস্ত্র,সহিংসতা দিয়ে নয়, ভালবাসা দিয়ে সব বাধা অতিক্রম করতে পারে । মুকুটের সঙ্গে বিয়ে হবে রায়ানের । পেশায় উকিল রায়ান নারীদের সম্মান প্রতিষ্ঠার জন্য লড়াই করেন । নারী পাচারের বিরুদ্ধে লড়াই করেন । সবটা ভাল চললেও একদিন শ্বশুরবাড়ির কঠিন সত্য মুকুটের সামনে আসে । সে জানতে পারে, পরিবারের এক সদস্য নারী পাচারের সঙ্গে জড়িত । আর এখান থেকেই গল্প নতুন মোড় নেবে । পরিবার নাকি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কার সঙ্গে থাকবে 'মুকুট' ? ২৭ মার্চের পর থেকে তা জানা যাবে ।

Tele SerialZee BanglaMukut

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ