‘মন ফাগুন’ (Mon Phagun) ধারাবাহিকে ঋষি-পিহুর প্রথম ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day) সেলিব্রেশন । এদিকে, ওইদিনই ঋষির সঙ্গে আংটি বদল করতে চায় প্রিয়াঙ্কা । শেষ পর্যন্ত বাজিমাত করবে কে ? সব মিলিয়ে ভ্যালেন্টাইনস ডে-তে এক ঘণ্টার বিশেষ পর্ব দেখানো হবে 'মন ফাগুন'-এ । আর এই বিশেষ পর্বে উপস্থিত থাকছেন একঝাঁক তারকা । অঙ্কুশ (Ankush Hazra), লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty) থেকে শোভন গঙ্গোপাধ্যায়, দেবলীনা কুমার-কে নেই সেই তালিকায় ।
'মন ফাগুন' ধারাবাহিকের এই বিশেষ পর্বের ঝলক রয়েছে চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে । পিহুর সঙ্গে নাচ করতে দেখা যাবে অঙ্কুশকে । অন্যদিকে, লগ্নজিতা-শোভন সবাইকে তাদের গানে মাতাবেন । হাজির থাকছেন 'আয় তবে সহচরী' ধারাবাহিকের বরফি, সহচরীরা ।
আরও পড়ুন, Nusrat Jahan: নুসরতের প্রেম দিবস, 'ভ্যালেন্টাইন' যশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার ইন্সটায়
দুজনের অমতে বিয়ে হলেও এখন ঋষিরাজের প্রেমে হাবুডুবু খাচ্ছে পিহু । কারণ পিহু জেনেছে ঋষিই, তার টুবাই দা । অন্যদিকে, তাদের মাঝখানে এসে পড়েছে প্রিয়াঙ্কা । সে চায় এই ভ্যালেন্টাইন্স ডে-তেই তার সঙ্গে ঋষির বাগদান হোক । পিহু কি পারবে প্রিয়াঙ্কার কাছ থেকে তাঁর টুবাইদাকে বাঁচাতে ? ঋষি কি জেনে যাবে পিহুর আসল পরিচয় ? জানতে গেলে অবশ্যই দেখতে হবে মন ফাগুন-এর বিশেষ পর্ব ।