মিঠিঝোরা ধারাবাহিকে জমে উঠবে এবার রাই-অনির্বাণের রসায়ন । আবারও নতুন করে প্রেমে পড়বেন সিরিয়ালের নায়িকা । এবার তার জীবনে প্রেমের জোয়ার আনবে অনির্বাণ । সম্প্রতি, ধারাবাহিকের প্রোমোতে সেরকমই ইঙ্গিত মিলল । যেখানে দেখা গেল, নিজের মনের কথা বলতে রাইয়ের কাছে ছুটে গিয়েছে অনির্বাণ । শেষপর্যন্ত কি মনের কথাগুলো রাইকে বলে উঠতে পারবে অনির্বাণ ? নাকি সবটাই স্বপ্ন । ৯ মে এক ঘণ্টার এপিসোডেই তার উত্তর মিলবে ।
সম্প্রতি জি বাংলার তরফে ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে । যেখানে দেখা গেল, রাতের বেলায় রাইয়ের বাড়িতে হাজির হয়েছে অনির্বাণ । এদিকে, এত রাতে অনির্বাণকে তার বাড়িতে দেখে অবাক হয়েছে রাইও । অনির্বাণ জানায়, তাকে কিছু বলতে চায় সে । আর কথাগুলো না বললে মনের অন্ধকার তার কাটবে না । কী কথা বলবে অনির্বাণ ? রাইকে কি ভালবাসার কথা জানিয়ে দেবেন ? প্রোমো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা ।
ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে, অফিসে রাইকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে । তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে । আর নিজের নির্দোষ প্রমাণ করতে মরিয়া রাইও । এদিকে, নীলু যে অন্তঃসত্ত্বা নয়, সেই সত্যিটাও সবার সামনে চলে আসবে । জি বাংলায় সোম থেকে শুক্র রাত ১০টায় সম্প্রচারিত হয় ধারাবাহিকটি ।