জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'মিঠিঝোরা' । এই ধারাবাহিকের মাধ্যমে ফের ছোটপর্দায় কামব্যাক হয়েছে মিতুলের । তবে, এবার রাই নামে দর্শকদের মন জয় করে নিচ্ছেন আরাত্রিকা । ধারাবাহিকের এখন দেখানো হচ্ছে রাইয়ের বিয়ে । তাই নিয়ে ব্যস্ত তাঁদের পরিবার । কিন্তু, আদৌ কি নতুন ঘর বাঁধানোর স্বপ্ন পূরণ হবে রাইয়ের নাকি বিয়ের দিনই অন্ধকার নেমে আসবে তাঁর জীবনে ? ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই উদ্বেগে দর্শকরা ।
প্রোমোতে দেখা গেল, লাল টুকটুকে বেনারসি, গয়না পরে বরের অপেক্ষা করছে রাই । চারিদিকে উলু আর শঙ্খধ্বনি । কিন্তু, এত আনন্দের মুহূর্তে হঠাৎ অন্ধকার নেমে আসে রাইয়ের জীবনে । প্রোমোতে দেখা গেল বিয়ের দিনই মৃত্যু হবে রাইয়ের বাবার । আর তারপরই কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলবে রাই । নিজের স্বপ্ন ভেঙে বোনের সঙ্গেই বিয়ে দেবে তার হবু বরের ।
তিন বোনের গল্প, একজন দিদির স্বার্থত্যাগের গল্প মিঠিঝোরা । আগেই জানা গিয়েছে, কঠিন সময়ে পরিবারের হাল ধরতে নিজের বিয়ে নিজেই ভেঙে দেবে রাই । এরপর ধারাবাহিক কোন দিকে মোড় নেয়, তা আগামী পর্বগুলিতেই জানা যাবে ।