'গৌরী এল' ধারাবাহিকে নতুন মোড় । রাজনীতির ময়দানে শৈল মায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে মৃত্যু হবে গৌরীর ? নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শকদের মনে । কারণ প্রোমোতে দেখা গেল, গুলি করা হয়েছে গৌরীকে । মাটিতে লুটিয়ে পড়েছে সে । তাহলে কি এবার গল্পের নায়িকার মৃত্যু হবে ? নাকি মা কালীর আশীর্বাদে আরও একবার প্রাণে বেঁচে যাবে সে, আগামী পর্বগুলোতেই তার উত্তর পাওয়া যাবে ।
ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে, রাজনীতির ময়দানে নেমেছে গৌরী । আর তাকে বারাবার বিপদে ফেলার চেষ্টা করছে শৈল মা । কখনও বদনাম করার চেষ্টা করছে, কখনও মারার চেষ্টা করছে গৌরীকে । কিন্তু, ঘোমটা কালীর আশীর্বাদে সফল হচ্ছে না শৈল মায়ের কোনও চেষ্টাই । কিন্তু, আবারও গৌরীকে মারার চেষ্টা করবে সে । সেটাই দেখা গেল নতুন প্রোমোতে ।
টিআরপি তালিকায় গত কয়েক সপ্তাহ ধরে এক থেকে দশের মধ্যে নেই গৌরী এল । এক সময় এক নম্বরেও ছিল এই ধারাবাহিক । এছাড়া, সবসময়ই প্রায় পাঁচের মধ্যে থাকত । কিন্তু, সময় পরিবর্তন হওয়ার পর থেকেই টিআরপি কমতে শুরু করে ধারাবাহিকের । আগে সাড়ে ৭টায় দেখানো হত ধারাবাহিক । এখন সন্ধে ৬টায় সময় সম্প্রচারিত হয় গৌরী এল ।