'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে দীপা-সূর্যর ভুল বোঝাবুঝি কিছুতেই মিটছে না । বরং মিশকার ষড়যন্ত্রের জ্বালে আরও জড়িয়ে যাচ্ছেন তাঁরা । কবে মিল হবে, দু'জনের...এবার অপেক্ষার বাঁধ ভাঙছে দর্শকদের । টিআরপি তালিকায় এক নম্বরে থাকলেও ধারাবাহিকের একই ট্র্যাক একঘেয়ে উঠছে । এরই মাঝে ধারাবাহিকের নতুন প্রোমো দর্শকদের আরও হতাশ করল । প্রোমো বলছে, দীপার পরিবর্তে সোনার জন্য এবার নতুন মা আনছে সূর্য ।
স্টার জলসার ধারাবাহিকের একটি প্রোমো শেয়ার করেছেন । যেখানে দেখা যাচ্ছে, সোনা আর রূপার স্কুলের অ্যানুয়াল ফাংশনে গিয়েছে সূর্য-দীপা । কিন্তু স্টেজে মেয়েদের পারফরম্যান্স দেখে তাঁরা অবাক । কারণ, সূর্য আর দীপা যেভাবে সবসময় একে-অপরের সঙ্গে ঝগড়া করে, সোনা-রূপাকেও সেভাবেই তাঁদের নকল করতে দেখা গেল । এরপরই সূর্য সোনার জন্য নিয়ে আসে নতুন মা । কে হবে নতুন মা, তা জানা যায়নি এখনও । প্রোমোতে স্পষ্টভাবে তাঁকে দেখানো হয়নি । আর এই প্রোমোই প্রকাশ্যে আসতে ক্ষোভে ফেটে পড়েছে দর্শকদের একাংশ । স্টার জলসার শেয়ার করা প্রোমোর কমেন্ট বক্স অন্তত তাই বলছে ।
কমেন্টে কেউ লিখেছেন, "গল্পের গরু গাছে তুলে কোনও লাভ নেই । যতটাই উপরে উঠেছিল, এবার ধপাস করে নীচে পড়ে যাবে টিআরপি । " কেউ লিখেছেন, এবার ট্র্যাক পরিবর্তন করা হোক, একই গল্প ভাল লাগছে না , বোরিং হয়ে যাচ্ছে ।
উল্লেখ্য, টিআরপি তালিকায় ২০ সপ্তাহের বেশি প্রথমে রয়েছে অনুরাগের ছোঁয়া । মাঝে একবার-দু'বার দ্বিতীয়তে নেমে গেলেও ফের উপরে উঠে আসে সূর্য-দীপা । তবে, এবার গল্প 'একঘেয়ে' হয়ে যাচ্ছে দর্শকদের, টিআরপিতে এক নম্বর তাঁরা ধরে রাখতে পারবেন কি না, তা সময়ই বলবে ।