'মুকুট' ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায় ? 'দোল'চরিত্রে আর দেখা যাবে না তাঁকে ? কয়েকদিন ধরে এমনই গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায় । এবার সেই খবরে শিলমোহড় দিলেন শ্রীপর্ণা রায় । অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন তিনি । শ্রীপর্ণা রায় বলছেন,'দোল চরিত্রটা খুব প্রিয় । কষ্ট হচ্ছে ভীষণ । খারাপলাগা আছে । সরে আসাটা কষ্টকর । তবে কোনও তিক্ততা নেই ।'
কেন ছেড়ে দিচ্ছেন ধারাবাহিক ? অনেকে বলছেন, বিয়ে করবেন শ্রীপর্ণা । সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী । 'দোল' জানিয়েছেন, তাঁর কিছু অসুবিধা হচ্ছিল, নির্মাতাদের তরফেও সমস্যা হচ্ছিল । তাই সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । তাঁর কথায়, "আমি আঁচল করেছি । দাদার (স্নেহাশিস চক্রবর্তী) হাত ধরে আমার ইন্ডাস্ট্রিতে আসা। অনেক সময় আমরা অনেককিছু চাই সেটা হয়ে উঠে না। আমি জীবনের তেমনই অংশ হিসাবে এই ঘটনাকে নিচ্ছি। আমি চাই মুকুট-এর অনেক ভালো হোক।"
বিয়ের বিষয়ে শ্রীপর্ণা জানিয়েছেন, বিয়ে তিনি করুন বা না করুন, বিয়ের পরও কাজ করবেন । তাঁর কথায়, কেউ চাকরি করলে কি বিয়ের পর চাকরি ছেড়ে দেয় ? তিনিও অভিনয় চালিয়ে যাবেন । দোল চরিত্রে তাঁকে আর দেখা যাবে না, তাই মনখারাপ দর্শকদের । এরপর দোল চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনও জানা যায়নি । অন্যদিকে, শ্রীপর্ণাকে এরপর কোন নতুন প্রজেক্টে দেখা যাবে, সেদিকে নজরে থাকবে ।