মফস্বল থেকে কত মেয়েই অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় আসে। সুচন্দ্রাও তাই। চাকরি করতে করতেই চালিয়ে যাচ্ছিলেন নাটক থিয়েটার৷ একের পর এক অডিশান দিয়ে যাচ্ছিলেন। টেলিপাড়ায় সবে তাঁকে চিনতেও শুরু করেছিল। মা নেই ছোট থেকেই, বাবাই তাঁর সব। বিয়ে হয়েছে নরেন্দ্রপুরে। বাপের বাড়ি পানিহাটি। শনিবার শ্যুটিং শেষে রেন্ট বাইকে বাবার কাছেই ফিরছিলেন সুচন্দ্রা। কিন্তু ফিরতে পারলেন কই? তার আগেই দশ চাকা পিষে দিয়ে গেল তাঁকে।
বাবা প্রণব দাসগুপ্ত। ছোট থেকে নাচ-গান-নাটকে আকর্ষণ ছিল সুচন্দ্রার, বাবার উৎসাহও পেয়েছিলেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক হন সুচন্দ্রা। এরপর চলছিল নাচ থিয়েটারের চর্চা। বিয়ে হয়েছে বছর ২ হল। বেসরকারি চাকরিও করতেন একটি। সদ্য চাকরি ছেড়ে তাঁর ধ্যান জ্ঞান হয়েছিল অভিনয়৷ ‘গৌরী এলো’ ছা়ড়া ‘জয় জগন্নাথ’ নামে একটি সিরিয়ালে কাজ করেছেন। সম্প্রতি ‘পুলিশ ফাইল্স’-এ অভিনয় করেছিলেন সুচন্দ্রা।