বাগদান সেরে ফেললেন পর্দার পঞ্চমী (Panchami) তথা অভিনেত্রী সুস্মিতা দে (Susmia Dey)? এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। ২৮ জানুয়ারি অভিনেত্রীর জন্মদিন। শুক্রবার মধ্যরাতেই পালন করা হয়েছে তাঁর জন্মদিন।
যে বিশেষ মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সুস্মিতা। যেখানে দেখা যাচ্ছে, আলো ঝলমলে কোনও অনুষ্ঠান বাড়িতে হাজারো লোকের সমাগমে নিজের জন্মদিন উদযাপন করছেন সুস্মিতা। যা দেখে অনেকেই ভাবছেন বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী।
আরও পড়ুন- দিদির জন্য কতটা আত্মত্যাগ? দুই বোনের গল্প নিয়ে আসছে 'ইচ্ছেপুতুল'
তবে কি সত্যিই তাই? এক সংবাদমাধ্যমকে সুস্মিতা জানিয়েছেন, এনগেজমেন্ট বা বাগদান কিছুই হয়নি। তাঁর প্রেমিক অনির্বাণের দাদার বিয়ে ছিল। সেখানে সকলে মিলে তাঁর জন্মদিন করার পরিকল্পনা করেন। সেই আসরেই কেক কাটা হয়েছে।
তাই দেখে মনে হচ্ছে কোনও এক বিশেষ অনুষ্ঠানে কেক কাটছেন সুস্মিতা। একই সঙ্গে সুস্মিতা জানাতে ভোলেননি প্রেমিক অনির্বাণের কাছ থেকে তিনি জন্মদিনে একটি আইফোন উপহার পেয়েছেন।