সম্প্রতি টেলি অ্যাওয়ার্ড শো-এর ঘোষণা করেছিল জি বাংলা। এর মাত্র কয়েক ঘণ্টা পরেই স্টার জলসার তরফেও দেওয়া হল সুখবর। আসছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, অনুষ্ঠানের প্রোমো। প্যাস্টেল রঙের ছোঁয়ায় সেজেছেন জলসার সমস্ত ধারাবাহিকের কলাকুশলীরা।
একেবারে জমজমাট থিম সং-এর সঙ্গে নেচেই, এই ঘোষণা করে দিলেন জলসার জুটিরা। এছাড়াও, সামিল হবেন তৃণা সাহা, অপরাজিতা, অর্জুন চক্রবর্তী, চন্দন সেনের মতো তাবড় অভিনেতা-অভিনেত্রীরা।
Kar Kache Koi Moner Kotha: 'আরেকবার সুযোগ দেওয়া যায় না?', পরাগের অনুরোধে শিমূলের মন গলবে?
‘রিলেশনটা বড়োই মিঠে, স্টার জলসার অরবিটে’ এমন নানা লাইনে সেজে থিম সং। আসলে এই মুহূর্তে ওয়েব, বড়পর্দার সঙ্গে পাল্লা দিয়ে ধারাবাহিকগুলিও বাঙালির বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এই সমস্ত শো-গুলিতে তাঁদের হাতেই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে, যাঁরা দর্শকদের ড্রয়িংরুমে দাপটটা ধরে রাখতে পারলেন।