স্টার জলসার (Star Jalsha) আরও একটা ধারাবাহিক বন্ধ হতে চলেছে । শেষ হয়ে যাচ্ছে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক (Tele Serial) 'মন ফাগুন' (Mon Phagun) । চলতি মাসেই, ধারাবাহিকের শেষ সম্প্রচার । এক সংবাদমাধ্যমের কাছে খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন নায়িকা সৃজলা গুহ (Srijala Guha) । অন্যদিকে, ওই স্লটেই ২২ অগাস্ট থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'মাধবীলতা'।
জানা গিয়েছে, ‘মন ফাগুন’ (Mon Phagun telecast to stop soon) ধারাবাহিকের শেষ শুটিং আগামী ১৭ অগাস্ট । আর ধারাবাহিকের শেষ সম্প্রচার ২১ অগাস্ট । এক বছর পার হতে না হতেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক । স্বাভাবিকভাবেই মন খারাপ অভিনেত্রীর । এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন,এই ধারাবাহিক তাঁকে অনেক কিছু দিয়েছে । 'মন ফাগুন' থেকে তাঁর সবচেয়ে বড় পাওনা গীতু ওরফে গীতশ্রী রায় । উল্লেখ্য, পর্দায় তাঁরা দিদি-বোন, আবার বন্ধুও । পর্দার বাইরেও তাঁদের সম্পর্কটা অনেকটা এরকমই । দু'জন একে অপরের খুব ভাল বন্ধু ।
২০২১-এর জুলাই মাসে স্টার জলসায় শুরু হয়েছিল ‘মন ফাগুন’। ঋষি ও পিহুর সম্পর্ক, তাঁদের বন্ধুত্বের টানাপোড়েন নিয়ে কাহিনি। ঋষির ভূমিকায় শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। তাঁর বিপরীতে পিহুর ভূমিকায় সৃজলা । 'মন ফাগুন'-এ এখন চলছে টানটান উত্তেজনা । গল্পের নায়ক ঋষি রোমিও পরিচয়ে রয়েছে জেলেদের সাম্রাজ্যে । এদিকে, রোহনের সঙ্গে পিহুর বিয়ের প্রস্তুতি চলছে । তাহলে কি শেষ পর্যন্ত পিহু ও ঋষি এক হতে পারবে ? জানা গিয়েছে, খুব শীঘ্রই সব সমস্যার সমাধান হবে । ফের ঋষি-পিহু এক হবে । তাঁদের এক হওয়ার মধ্যে দিয়েই শেষ হবে ধারাবাহিক ।