'মন দিতে চাই' ধারাবাহিকে আর দেখা যাবে না দোয়েলকে । জি বাংলার ধারাবাহিকে আসছে বড়সড় টুইস্ট । তিতির নয়, সিরিয়ালে দেখানো হবে দোয়েলের মৃত্যু । মালিনীর হাতে খুন হবে দোয়েল । তাহলে কি 'মন দিতে চাই' ধারাবাহিকে অভিনেত্রী শ্রীতমা মিত্রের জার্নি এখনই শেষ হচ্ছে ? সম্প্রতি, এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই ।
শ্রীতমা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, সিরিয়াল চলবে । তাঁকে আর ধারাবাহিকে দোয়েল হিসাবে দেখা যাবে না । নায়িকার কথায়, 'খুব ভাল একটা জার্নি । গোটা টিমটাকেই মিস করব। দেড় বছরের এই সফরটা মনে রাখার মতো জার্নি । ' দোয়েল চরিত্রটি নিয়ে শ্রীতমা জানান, ' চরিত্রটা তাঁর কাছে স্পেশ্যাল । সন্তানের মতো গড়ে তুলেছেন । খারাপ তো লাগছেই । খুব মিস করব দোয়েলকে ।'
সম্প্রতি, ধারাবাহিকে দেখানো হচ্ছে, দোলের দিন তিতিরকে খুন করার পরিকল্পনা থাকলেও তার জায়গায় আহত হয় দোয়েল । এরপর কী হবে ? দোয়েলকে কি খুঁজে পাবে তিতির ? এদিকে, ধারাবাহিক থেকে শ্রীতমার জার্নি শেষ হওয়ার খবর সামনে আসতেই মন খারাপ অনুরাগীদের ।